অযৌক্তিক বৈপরীত্য নাকি সত্য আধুনিকতা – এ’বছরের ৮ মার্চ

 এদেশের মানুষ, এদেশের নারী, শিরদাঁড়া সোজা করে দাঁড়াক। দুধ-ঘি-কিশমিশ-মাখন, পাথরের লিঙ্গে বিসর্জন না দিয়ে দেশের অভুক্ত নারীদের ক্ষুধানিবৃত্তির প্রয়োজনে ব্যবহার করুক। পাশ্চাত্য রেনেসাঁর পরিবর্তে আমরা যখন ধর্মীয় নবজাগরণকেই সামাজিক নবজাগরণ বলে মেনেছিলাম, সেই দিন থেকে আমাদের পশ্চাদপসরণের শুরু। সনাতন ধর্মবোধকে রক্ষা করতে চাইলে, আধুনিক হওয়া চলে না। অযৌক্তিক বৈপরীত্য আর বহুত্ববাদের সহাবস্থান এক জিনিস নয়।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 07 March, 2024 | 545 | Tags : international working women's day two thousand twenty four